জীবনযাত্রা স্বাস্থ্য ও চিকিৎসা

চিকিৎসকদের পদোন্নতি ও বৈষম্য দূরির দাবিতে তিন দিনের কর্মবিরতি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪২

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম শনিবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে। তবে, জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। পদোন্নতি ও চিকিৎসকদের মধ্যে বৈষম্য দূর করার দাবিতে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। এর আগে শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেন তারা। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। যদি তাদের দাবি পূর্ণ না হয়, তবে মঙ্গলবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত পদোন্নতি নিশ্চিত করা, অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা, এবং তৃতীয় গ্রেড পাওয়া সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়া।

এ বিষয়ে চিকিৎসক মো. বশির উদ্দিন, ফোরামের সদস্য সচিব, জানান যে শুক্রবার রাতে তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে সায়েদুর রহমান পদোন্নতির বিষয়ে আশ্বাস প্রদান করেছেন।

চিকিৎসক নেতা বশির উদ্দিন জানান, রোববারও দেশের সব হাসপাতালেই কর্মবিরতি চলবে এবং তারা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিবেন। তিনি আরও বলেন, "উপদেষ্টার বিশেষ সহকারী যদি আমাদের দাবি পূরণের ঘোষণা দেন, তাহলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করতে প্রস্তুত।"

চিকিৎসকরা বলেন, "আমাদের দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।"