ঢাকা মেডিক্যাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৮ দিন পর ফের চালু হচ্ছে শিক্ষা কার্যক্রম। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ জুলাই (শুক্রবার) থেকে নিয়মিত পাঠদান শুরু হবে এবং এর আগের দিন ১১ জুলাই খুলে দেওয়া হবে ছাত্রাবাস।
মঙ্গলবার (৮ জুলাই) একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।
উল্লেখ্য, নিরাপদ আবাসনসহ পাঁচ দফা দাবিতে চলতি বছরের মে মাস থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২১ জুন তারা কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন।
এই পরিস্থিতিতে কলেজ প্রশাসন ২২ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের সেদিন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে হোস্টেলে অবস্থান ধর্মঘট চালিয়ে যান।
পরদিন ২৩ জুন শিক্ষার্থীদের একটি সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। যদিও প্রাথমিকভাবে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও, তারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সঙ্গে।
আন্দোলনকারীরা জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে অনড় অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম ফের শুরুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের ন্যায্য দাবিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অটল থাকা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ফলপ্রসূ সিদ্ধান্ত আসায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবক এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা।