জীবনযাত্রা প্রকৃতি ও পরিবেশ

দক্ষিণ এশিয়াজুড়ে ভূমিকম্প: বাংলাদেশসহ ছয় দেশে কম্পন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৪-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৬

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৪ মিনিটে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। এর উৎপত্তি ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

অগভীর উৎসস্থলের কারণে কেন্দ্রস্থলের আশপাশে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনের কিছু অংশে ভূমিকম্পের প্রভাব পড়ে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভূমিকম্প অনুভবের খবর ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কে রাস্তায় বের হয়ে আসেন।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই এমন কম্পন অনুভূত হয়। ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা ও অবকাঠামোগত প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন তাঁরা।