বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা বর্তমানে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এদিনেও প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ীও একই প্রবণতা অব্যাহত থাকবে। ওই দিনও দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভাগগুলো—বিশেষত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—বৃষ্টিপাতের প্রধান এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের অন্যান্য বিভাগেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এতে নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।