সকল খবর দেশের খবর

ড. মুহাম্মদ ইউনূস আগামীতে আয়নাঘর পরিদর্শন করবেন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২৪

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, শীঘ্রই ড. ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন। এ সময় দেশি-বিদেশি মিডিয়া কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন।

এছাড়া, সভায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আলোচনা করা হয়েছে, যাতে রমজানে জনগণের জন্য পণ্যের সরবরাহ নির্বিঘ্ন থাকে এবং দাম নিয়ন্ত্রণে থাকে।

সভায় আরও আলোচনা হয় লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে। প্রধান উপদেষ্টা জানান, রমজানে বিদ্যুৎ সমস্যা যেন জনগণের জন্য দুর্ভোগের কারণ না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, সভায় ব্যাপকহারে আমদানি এবং সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।