ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা বাধা এলে তা স্পষ্টভাবে প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন। এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি কার কী ভূমিকা ছিল- সব বলে দেব।”
শনিবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে পুরো জাতি তাকিয়ে আছে। আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলছে, আর সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “যতক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন, আমি এই নির্বাচনী মাঠে থাকব। তবে কেউ যদি দায়িত্ব এড়িয়ে যেতে চান বা আমার হাত ছেড়ে দেন, তাহলে আমি কাউকে ছাড় দেব না। তখন সবার নাম নিয়েই বলব- কে কী করেছে।”
ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, “এই প্রতিষ্ঠান একটি জাতীয় মেধাকেন্দ্র। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের দীর্ঘদিনের চর্চা। অতীতের মতো এখনো আমাদের সোচ্চার হতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।”
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীসহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডাকসু নির্বাচন শুধু একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ।”
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে আলোচনার নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। তবে এ নির্বাচন যাতে রাজনৈতিক প্রভাব বা সংঘাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ।