সকল খবর দেশের খবর

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল শিবলী কার্জন হলের আশপাশে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি অচেতন হয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তরিকুল শিবলী চ্যানেল এস-এর ঢাকা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন।

তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।