সকল খবর প্রবাসী খবর

দেশের উন্নতির স্তম্ভ: প্রবাসীদের অবমূল্যায়ন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭১

বাংলাদেশে প্রবাসীদের প্রতি অবহেলা এবং অবিচারের ঘটনা নতুন কিছু নয়। তাদের অবদান, ত্যাগ ও কষ্টের কথা আমরা কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করিনি। বিদেশে গিয়ে দেশের জন্য শ্রমজীবী হয়ে কাজ করে যারা তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নিজেদের আত্মসম্মান রক্ষা এবং পরিবারের জন্য কিছু অর্থ পাঠানো। কিন্তু এই প্রবাসীরা কেমন পরিবেশে কাজ করছেন, এবং তাদের প্রতি দেশের আচরণ কী রকম, তা একেবারেই খতিয়ে দেখা হয়নি।

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি যুবক-যুবতী বিদেশে কাজের জন্য পাড়ি জমাচ্ছেন। তারা জীবনের শ্রেষ্ঠ সময় বিদেশে কাটাচ্ছেন, কিন্তু এর বিনিময়ে তারা কি পাচ্ছেন? প্রবাসীদের পরিস্থিতি যেন দিন দিন আরও সংকটজনক হয়ে উঠছে। তারা যখন বিদেশে যান, তাদের প্রথম চিন্তা থাকে দেশের প্রতি দায়িত্ব পালন করা এবং পরিবারের জন্য উপার্জন সংগ্রহ করা। তবে তারা কি কখনো মনে করেন যে, দেশে তাদের অবদান এবং তাদের আত্মসম্মানটি মূল্যায়িত হচ্ছে?

বর্তমানে, প্রবাসীদের জন্য ভিসা প্রসেসিং খরচ প্রায় চারগুণ বেড়ে গেছে। একদিকে, ভিসা কফিলদের (ভিসার মালিকদের) বাড়তি খরচের দিকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে, প্রবাসীদের জীবন আরও কঠিন হয়ে উঠছে। তাদের প্রতি সরকার, ট্রাভেল এজেন্ট বা দালালদের আচরণ কখনোই যথাযথ নয়। দেশে কাজের অভাবের কারণে প্রবাসীরা বিদেশে যাচ্ছেন, কিন্তু তাদের কষ্ট ও ত্যাগের প্রতিফলন কখনোই আমাদের দেশে ফিরে আসেনি।

প্রবাসীরা যখন বিদেশে যান, তাদের হৃদয়ে একমাত্র চিন্তা থাকে, “আমার মা-বাবা ও সন্তানরা ভালো আছে তো?” এর জন্য তারা নিজের স্বপ্ন ত্যাগ করে এবং দেশের জন্য কঠোর পরিশ্রম করেন। তাদের কাছে দেশে ফিরে যাওয়ার একমাত্র লক্ষ্য হলো পরিবারের মুখে হাসি ফোটানো। তবুও, আমাদের দেশের সরকার কিংবা সমাজ কখনোই তাদের কষ্টকে প্রাধান্য দেয়নি।

এমনকি আমাদের দেশে কিছু বড় নেতারা বলেন, “প্রবাসীরা দেশ ছেড়েছে, তাদের দেশপ্রেম নেই।” কিন্তু তারা এটা বোঝেন না, যে কারণে প্রবাসীরা দেশ ছাড়েন তা হলো কর্মসংস্থানের অভাব এবং দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব। তারা কখনো দেশের প্রতি তাদের ভালোবাসা ভুলে যান না। দেশ ছেড়ে যাওয়ার পরও তাদের হৃদয়ে দেশের প্রতি গভীর মমতা থাকে। তারা হয়তো বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, কিন্তু তাদের মনের মধ্যে সর্বদা বাজতে থাকে, “এটা আমার দেশ না। আমার দেশ বাংলাদেশ।”

যতদিন না প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, ততদিন পর্যন্ত তাদের কষ্ট ও ত্যাগের মূল্যায়ন সম্ভব নয়। অন্য দেশগুলোর মতো আমাদেরও প্রবাসীদের জন্য ফিক্সড হিসেব রাখা উচিত এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি, তারা না থাকলে দেশের উন্নতি এতটা চোখে পড়ত না।

সুতরাং, আমাদের উচিত প্রবাসীদের প্রতি গভীর মমতা ও সম্মান প্রদর্শন করা, কারণ তারা দেশের সূর্য সন্তান। তাদের অভ্যন্তরীণ কষ্ট, শ্রম এবং আত্মত্যাগের মূল্য কোনোদিন যেন আমরা ভুলে না যাই।