সকল খবর ময়মনসিংহের খবর

ডেভিল হান্টে ময়মনসিংহে আটক ১৬

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৭৯

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১০ জনকে এবং হালুয়াঘাট, ধোবাউড়া, ভালুকা ও গফরগাঁওয়ের পাগলা থানায় বাকিদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বেশিরভাগই রাজনৈতিক দলের সাথে জড়িত। এদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্বধলা উপজেলার সহসভাপতি সায়েম এস রিয়াদ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিমন ওসমান ওরফে ব্রিটিশ লিমন এবং ফুলপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ দীপু।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের মাধ্যমে অপরাধ দমনের প্রয়াস চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।