সকল খবর দেশের খবর

ঢাকায় মায়ের চিকিৎসায় এসে নিখোঁজ স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৮

অনিন্দ্যবাংলা ডেস্ক: মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সে নিখোঁজ হয়।

জানা গেছে, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার মায়ের কেমোথেরাপি শুরু হওয়ায় সুবাকে নিয়ে ঢাকায় এসেছিলেন তার বাবা-মা। তারা মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় আত্মীয়ের বাসায় ওঠেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সুবার বাবা ইমরান রাজীব আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিশোরীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

এদিকে, সুবার নিখোঁজ খবর দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অনেকেই বিভিন্ন পোস্টের মাধ্যমে মেয়েটির খোঁজ করছেন।

এ বিষয়ে পুলিশ জানান, সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানো হচ্ছে এবং আশা করা হচ্ছে দ্রুত তাকে খুঁজে বের করা সম্ভব হবে।

এছাড়া, সুবার পরিবারও তার নিরাপদ ফিরে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।