সকল খবর দেশের খবর

"ধানমন্ডি ৩২: সকালেও বাড়ি ভাঙার কাজ"

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৮

আজ (বৃহস্পতিবার) সকালেও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র-জনতার আক্রমণের শিকার হয়েছে। সকালে বাড়ির ভেতরে প্রবেশ করে কেউ কেউ লোহা জাতীয় সমস্ত জিনিসপত্র খুলে নিচ্ছেন এবং সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে অনেকেই বাড়ির বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। কিছু সংখ্যক ব্যক্তি বাড়ির ভেতরে ভাঙচুরের দৃশ্য দেখতে এসে ভিড় জমিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির বিভিন্ন অংশ যেমন দরজা, জানালা, লিফট ও অন্যান্য সামগ্রী খুলে নেয়া হচ্ছে। প্রতিবাদী ছাত্র-জনতাদের সামনে উপস্থিত হতে দেখা গেছে, যারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

বিক্ষোভের সূত্রপাত ঘটে গতকাল (বুধবার) রাত ৮টার দিকে, যখন ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচির আওতায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করে। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এ ঘটনা ঘটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানকে কেন্দ্র করে, যেখানে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগদান করার ঘোষণা দেন শেখ হাসিনা। এর প্রতিবাদ হিসেবে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির আয়োজন করে 'জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স'।

এছাড়া, সন্ধ্যায় ফেসবুক পেজে 'ছাত্র-জনতা আন্দোলন' নামে পোস্ট করে কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এক পোস্টে বলা হয়, "হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে কর্মসূচি পালিত হবে।" অন্য একটি পোস্টে বলা হয়, "খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ"।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।