সকল খবর দেশের খবর

ধলেশ্বরী নদীতে সেনাবাহিনীর অভিযান: 'ডেঞ্জার গ্যাং'-এর ১৬ সদস্য আটক !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫২

ধানমন্ডি ধলেশ্বরী নদীতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গতকাল কিশোর গ্যাং 'ডেঞ্জার গ্যাং'-এর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

সেনাসূত্রে জানা গেছে, তুলসীখালী ব্রিজ এলাকায় টহলরত সেনা সদস্যরা নদীতে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি ও অস্ত্র প্রদর্শনরত একদল যুবককে লক্ষ্য করেন। নৌকাটি ঘিরে ফেলার পর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পালিয়ে যাওয়া গ্যাং সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।  

স্থানীয় বাসিন্দারা জানান, 'ডেঞ্জার গ্যাং' নামে এই দলটি এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের প্রদর্শনী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকার নিরাপত্তা পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে তারা মন্তব্য করেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও জনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে মামলা দায়ের করা হবে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ নজরদারি বাড়িয়েছে।