দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে জানা গেছে, সাবেক ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকার বেশি অর্থ উদ্ধার করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে, ২৭ ফেব্রুয়ারি রাতে দুদক এবং যৌথবাহিনীর সদস্যরা রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত সাইফুল আলমের বাসায় অভিযান চালায়। এই অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে।"
উদ্ধারকৃত অর্থটি দুদকের হেফাজতে নেওয়া হয়েছে এবং তা আদালতে উপস্থাপন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত চলছিল। গত বছরের আগস্ট মাসে সরকার পতনের পর তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে এবং দুদকের গোয়েন্দা শাখা তার বিরুদ্ধে গোপন অনুসন্ধান শুরু করে। এর মধ্যে সাইফুল আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়, এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যবসার হিসাবও স্থগিত করা হয়েছে।
এছাড়া, ১১ সেপ্টেম্বর ২০২৪ সালে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর তার বিরুদ্ধে তদন্ত তীব্র করা হয়।
এছাড়া, এই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
দুদক মনে করছে, সাবেক এই সেনা কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে আরও গভীর অনুসন্ধান চলতে থাকবে।