সকল খবর দেশের খবর

দৈনিক ‘যায়যায়দিন’-এর ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬১

ঢাকা জেলা প্রশাসনের আদেশে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন (ঘোষণাপত্র) সাবেক সম্পাদক শফিক রেহমানের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে, প্রকাশনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে দৈনিক ‘যায়যায়দিন’-এর ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। শফিক রেহমান অভিযোগ করেছিলেন যে, পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে ছাপা হচ্ছে না, অথচ প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়।  

ঢাকা জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে জারি করা ঘোষণাপত্র বাতিল করা হয়।  

এখন শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। দৈনিক ‘যায়যায়দিন’-এর প্রকাশনা ও মুদ্রণ প্রক্রিয়া নিয়ে এই বিতর্ক চলাকালে পত্রিকাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।