সকল খবর ময়মনসিংহের খবর

দোলনায় খেলতে গিয়ে প্রাণ গেল আফরা মাহনাজের!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২০-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে ওড়না দিয়ে তৈরি দোলনায় খেলতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে মোছাঃ আফরা মাহনাজ (৭) নামে এক স্কুলছাত্রী।

রোববার (২০ এপ্রিল) দুপুরে গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। নিহত আফরা গফরগাঁও সেন্ট্রাল স্কুলের কেজি শ্রেণির ছাত্রী। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। পরিবারটি জামতলা মোড়ে ভাড়া নেওয়া তিনতলা একটি ফ্ল্যাটে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ কক্ষে খেলছিল আফরা। সে জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে দোলনা তৈরি করে খেলতে গিয়ে ওড়নাটি গলায় পেঁচিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই ঝুলে পড়ে সে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাঈমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত মা আফরোজা বলেন, “আল্লাহ আমার বুকের ধন নিয়ে গেছে। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও সহপাঠীরা শোকাহত।