সকল খবর ময়মনসিংহের খবর

দুর্গোৎসব সামনে, শান্তিপূর্ণ পূজার লক্ষ্যে প্রস্তুত ময়মনসিংহ প্রশাসন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭১

আসন্ন শারদীয় দুর্গোৎসব‑২০২৫ যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপিত হয়- সে লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক সভা। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, আনসার বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত ভূমিকা তুলে ধরেন।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, প্রতিবছরের মতো এবারও প্রশাসনের আন্তরিক সহযোগিতা থাকলে দুর্গোৎসব নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন সম্ভব হবে। তারা সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের শারদীয় দুর্গোৎসব শুরু হবে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে, চলবে ২ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত।