সকল খবর ভূমি বিষয়ক খবর

এক দলিলে ৩০ লাখ টাকার ঘুষ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬১

অনিন্দ্যবাংলা ডেস্ক: রাজধানীর পল্লবী সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ৩০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাবরেজিস্ট্রার এক দলিলে সই করার জন্য এই ঘুষ নিয়েছেন এবং বাণিজ্যিক শ্রেণির জমি বোরো শ্রেণিতে পরিবর্তন করে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। এতে সরকারের প্রায় কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

যখন বাউনিয়া মৌজার ১০ শতাংশ জমির রেজিস্ট্রি করা হয়। সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাসের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়, এবং পরবর্তীতে ৩০ লাখ টাকার বিনিময়ে জমির শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রি সম্পন্ন হয়। এতে সরকারি রাজস্ব প্রায় ৯২ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে।

এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে তদন্ত চালাচ্ছে। দুর্নীতি বিশেষজ্ঞরা সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং এটিকে রাষ্ট্রীয় দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অনিয়ম হিসেবে চিহ্নিত করেছেন।

এ ঘটনায় সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস দাবি করেছেন, তিনি কোনো ঘুষ নেননি এবং জমির শ্রেণি পরিবর্তন নিয়ে তিনি কোনো অস্বাভাবিক কাজ করেননি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এই কেলেঙ্কারিতে সাবরেজিস্ট্রারের সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন, যারা রাজস্ব বঞ্চনার সাথে সম্পৃক্ত।

এদিকে, সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।