সকল খবর ময়মনসিংহের খবর

ফুলপুরে নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৮-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫২

গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নে নকল জুস ও শিশুদের প্যাকেটজাত দই উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস ও দই জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কারখানার মালিক আনোয়ার হোসেন ও বাবু মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে কারখানা দুটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।


অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। এ সময় অভিযানে ফুলপুর থানা পুলিশের একটি দল সহায়তা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নকল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০ অক্টোবর ২০২৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকে সাদিয়া ইসলাম সীমা হিজড়াদের মাঝে কম্বল বিতরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নারী ও মানবসম্পদ উন্নয়নে ফুলপুর উপজেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।