গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই নতুন করে লড়াই শুরু করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন।
এ সময় নেতানিয়াহু বলেন, “আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি। আমরা যুদ্ধের লক্ষ্য পূর্ণরূপে অর্জন করব, তা আলোচনার মাধ্যমে বা অন্য যেকোনো উপায়ে হোক। এতে কোনো সন্দেহ নেই।” তিনি আরও জানান, “আমরা যেকোনো মুহূর্তে আবারও তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত।”
গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির তিনটি পর্যায় রয়েছে, যার প্রথম পর্যায় এখনো চলমান, যা মার্চের প্রথম দিকে শেষ হবে।
চুক্তি অনুযায়ী হামাস শনিবার ছয় ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়। তবে, বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয়ার প্রতিশ্রুতি স্থগিত করেছে ইসরাইল। ইসরাইলি কর্মকর্তারা নিরাপত্তা পর্যালোচনার কারণে এই মুক্তি বিলম্বিত করেন।
এদিকে, হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম মন্তব্য করেছেন, “মুক্তি স্থগিত করার মাধ্যমে ইসরাইল পুরো চুক্তিটিকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে।” তিনি যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইসরাইলকে চুক্তি বাস্তবায়নে চাপ দেন এবং ফিলিস্তিনি বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
এই পরিস্থিতি মধ্যস্থতাকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার জন্য নির্ধারিত চুক্তির শর্তগুলির বাস্তবায়ন এখনো অসম্পূর্ণ রয়েছে।
সূত্র: এএফপি