সকল খবর ময়মনসিংহের খবর

গাঁজা সেবনের বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত!

অনিন্দ্যবাংলা স্টাফ রিপোর্টার :

প্রকাশ : ২৭-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৫

গাঁজা সেবনের বিরোধে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ময়মনসিংহ নগরীর হামিদ উদ্দিন রোডে। নিহত যুবকের নাম সাজিদ (২৫)। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাচিঝুলি মোড়ের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মন্টি নামের এক যুবক ও তার সহযোগী সেখানে গাঁজা সেবন করছিল। এ সময় সাজিদ তাদের গাঁজা সেবনের বিষয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে উভয়পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে মন্টি পাশের একটি দোকান থেকে সুপারি কাটার ছুরি (সরতা) নিয়ে সাজিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাঘাতে সাজিদ গুরুতর আহত হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। পুলিশ নিহতের লাশ তল্লাশি ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।  

ওসি শফিকুল ইসলাম খান জানান, অভিযুক্ত মন্টি ও তার সহযোগীকে চিহ্নিত করে তাড়াতাড়ি গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।  

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় গাঁজা সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা শঙ্কিত। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।