অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ, ২৮ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার): ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে সভায় কমিশনের সদস্য আখতার হোসেন খান এবং মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। সভার প্রথম পর্বে, উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের সার্বিক উন্নয়ন, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন সংস্কারের বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
সাংবাদিকরা যে প্রস্তাবনা দেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল – শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ, সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজগুলোর তদারকি, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, এবং জব সিকিউরিটি।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সাংবাদিকদের সুপারিশগুলো গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন, "গণমাধ্যমের সংস্কার অত্যন্ত জরুরি এবং প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে। সাংবাদিকদের সুরক্ষায় একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে।"
কমিশন প্রধান সাংবাদিক ইউনিয়নগুলোর মধ্যে ঐক্য এবং শক্তিশালী সংগঠন গঠনের উপরও জোর দেন। তিনি বলেন, "সাংবাদিকদের পেশার স্বার্থে, একতাবদ্ধ এবং শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন করা জরুরি। এবং এজন্য সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে।"
এ সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং তাদের প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরেন, যা কমিশন গুরুত্বপূর্ণ মনে করে এবং সরকারের কাছে উপস্থাপন করা হবে।