সকল খবর ময়মনসিংহের খবর

গৌরীপুরে মাদককারবারি আটক

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫২

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আবিদ নামে এক মাদককারবারিকে আটক করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবিদ ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড়ের আব্দুস সোবহানের ছেলে। গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী আবিদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে গাঁজাসহ আবিদকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাঈম হাসান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার জানান, আটক মাদককারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।