নান্দাইল থানায় বন্দিদের মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তার বিকাশে চালু করা হয়েছে ব্যতিক্রমী ‘বই কর্নার’। উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার নিজ উদ্যোগে এই মানবিক ও শিক্ষামূলক প্রস্তাব বাস্তবায়ন করেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বই কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ইউএনও সারমিনা সাত্তার জানান, "হাজতিরা থানায় অল্প সময়ের জন্য থাকেন। এ সময় তারা দুশ্চিন্তায় থাকেন, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ভোগেন। তাই বইয়ের মাধ্যমে তাঁদের চিন্তা-চেতনায় আলোকিত পরিবর্তন আনার জন্যই এ উদ্যোগ।"
তিনি আরও বলেন, “একটি ভালো বই কিংবা একটি প্রেরণাদায়ী বাক্য অনেক সময় মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই কর্নারে ধর্মীয় গ্রন্থসহ মূল্যবোধ ও মানবিকতা গড়ে তোলে এমন বই সংগ্রহ করা হয়েছে।”
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে ‘নান্দাইলের বই পড়া আন্দোলন’ নামক একটি সংগঠন কর্নারের জন্য পাঁচ হাজার টাকার বই সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনসহ আরও অনেকে। ওসি আনোয়ার হোসেন বলেন, “জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই। থানা হাজতেও বই পড়ার সুযোগ থাকা মানে মানবিক পুলিশি ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা।”
স্থানীয়রা বলছেন, থানায় বই কর্নারের মতো একটি মননশীল উদ্যোগ দেশের অন্যান্য থানাগুলোর জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।