সকল খবর ময়মনসিংহের খবর

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৯

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র‌্যাব-১৪।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরাগাঙ্গের কান্দা গ্রামের হাবিবুর রহমানের (৩৫) বাড়িতে অবৈধভাবে পাচার করা ভারতীয় জিরা, জনসন বেবি সাবান, কাপড়সহ বিভিন্ন পণ্য মজুদ করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। তবে অভিযানের সময় হাবিবুরসহ কয়েকজন চোরাকারবারি পালিয়ে যান।

পরে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। স্থানীয়দের সঙ্গে কথা বলে র‌্যাব জানতে পারে, পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে পণ্য পাচার করে আসছিলেন।

আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।