সকল খবর বিদেশের খবর

হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরাইলের নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৯-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৫

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি নতুন দাবি প্রকাশ করেছে ইসরাইলি মিডিয়া। ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, তেলআবিব সরকারের সামরিক নজরদারি বিভাগ এ বিষয়ে নতুন তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে।

চ্যানেল ১২-এর দাবি অনুযায়ী, তেহরানে একাধিকবার একই স্থানে হানিয়াকে পর্যবেক্ষণ করা হয়েছিল। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদই হানিয়ার কক্ষে একটি বোমা স্থাপন করে তাকে হত্যা করেছে।

এতে আরও দাবি করা হয়েছে, বোমাটি ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগে হানিয়ার কক্ষে স্থাপন করা হয়। হত্যার রাতে হানিয়ার ঘরের ভেন্টিলেশন সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। যা এই অপারেশন বাতিলের কারণ হতে পারত।

তবে ইরানিরা ভেন্টিলেশনটি মেরামত করায় অপারেশন সফল হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

এ ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত ৩১ জুলাই তেহরানের বাসভবনে হামলার ফলে ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহিদ হন।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘এই হত্যাকাণ্ড ‘ইসরাইলি শাসনের পরিকল্পিত ও বাস্তবায়িত একটি ষড়যন্ত্র, যা অপরাধী মার্কিন সরকারের সমর্থন নিয়ে পরিচালিত হয়েছে’।

ইসরাইলি মিডিয়ার সাম্প্রতিক এই দাবি ও পালটা বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি