বিশ্বের শীর্ষ ধনী মার্কিন ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়ে বলেন, প্রায় পাঁচ মাস আগে তিনি একটি সন্তান জন্ম দিয়েছেন, যার বাবা হচ্ছেন ইলন মাস্ক।
অ্যাশলে সেন্ট ক্লেয়ার, যিনি ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ নামক বইয়ের লেখক, দাবি করেন যে, মাস্কের সাথে তার সন্তান জন্মের ব্যাপারটি তিনি গোপন রেখেছিলেন। লেখিকার ভাষ্যমতে, তিনি সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে চাইছিলেন। তবে, সম্প্রতি একটি ট্যাবলয়েড মিডিয়া তার সন্তান সম্পর্কে জানার পর, তিনি এ বিষয়ে নিজের পক্ষ থেকে তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন।
এর আগে, ইলন মাস্কের চার নারীর সঙ্গে ১২টি সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচটি সন্তান এবং পপ-তারকা গ্রিমসের সঙ্গে তিনটি সন্তান রয়েছে। এছাড়া নিউরালিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে তার যমজ সন্তান রয়েছে।
এ বিষয়ে মাস্ক এখনও কিছু মন্তব্য করেননি, তবে তার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে থাকে। অ্যাশলে সেন্ট ক্লেয়ারের এই দাবিটি মার্কিন মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, দ্য মিরর