নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান ফলাফল প্রকাশ করেন।
নির্বাচনে সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম বিজয়ী হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আবুল হোসেন তালুকদার ও শ্যামলেন্দু পাল।
প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী, ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। এ নির্বাচনে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। সহসভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের নতুন অধ্যায়ের সূচনা হলো। নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সাংবাদিকরা প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় নতুন কমিটির সাফল্য কামনা করেছেন।