সকল খবর ময়মনসিংহের খবর

জামালপুরে নাশকতা মামলায় পৌর আ'লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৫-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২৭

জামালপুর উপজেলার সরিষাবাড়ীতে নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলের ওপর সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা মিছিলের উপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২০২৪ সালের ২ অক্টোবর রাতে সরিষাবাড়ী থানায় একটি নাশকতা মামলা করেন কাপরাবাদ এলাকার অলিল নামে এক লোক। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের মামলা করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ চাঁদ মিয়া জানান, ‘পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।’