সকল খবর সর্বশেষ খবর

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৬

অনিন্দ্যবাংলা ডেস্ক: দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে, জানুয়ারি মাসে ৬২১টি দুর্ঘটনায় ৬০৮ জন নিহত এবং ১১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭২ জন নারী এবং ৮৪ জন শিশু রয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ ছিল, যার মধ্যে ২৬৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪৩.৬৩ শতাংশ।

এই তথ্য রোড সেফটি ফাউন্ডেশন তাদের সদ্য প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, সংগৃহীত তথ্য ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন পরিসংখ্যান:

পথচারী নিহত: ১৪৩ জন, যা মোট নিহতের ২৩.৫১ শতাংশ।
যানবাহনের চালক ও সহকারী: ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনায়: ২৬৪ জন নিহত, যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ।
বাসের যাত্রী: ২৮ জন (৪.৬০ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯ শতাংশ), এবং প্রাইভেটকার-  অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২ শতাংশ) নিহত হয়েছেন।

এছাড়া, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, ভটভটি, মাহিন্দ্র) দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং বাইসাইকেল ও রিকশা আরোহী ১২ জন নিহত হয়েছেন। সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নৌ-দুর্ঘটনা: এছাড়া জানুয়ারিতে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

রেল দুর্ঘটনা: ২২টি রেল দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে, যাতে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হয় এবং সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়।