ময়মনসিংহ জেলার প্রশাসনিক কর্মকর্তার অশোভন আচরণের প্রতিবাদে শ্রমিক নেতা ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতা ও গার্মেন্টস শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক রুমেল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির নেত্রী বাবলী আকন্দ, সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির নেতা ও ছাত্র সমন্বয়ক মুনিম, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী রোজিনা আক্তার সুমি, কুলসুম বেগম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান দুলাল ও কমিটির নেতা শাহ আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২১ জানুয়ারি ভালুকায় অবস্থিত এডাম স্টাইল গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া মজুরির দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ তাদের সমর্থন জানান।
বিকালে জেলা প্রশাসক মুফিদুল ইসলাম তার কার্যালয়ে এসে শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ সময় শ্রমিকরা জেলা প্রশাসককে জানান, তারা গত ৩ মাস ধরে মজুরি পাচ্ছেন না, যার ফলে ঘরভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না এবং কিছু শ্রমিক বাড়ির মালিকদের দ্বারা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। শ্রমিকরা মজুরি আদায়ের জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্য চান। তবে, জেলা প্রশাসক উত্তেজিত হয়ে শ্রমিকদের ধমকাতে শুরু করেন। শ্রমিক নেতৃবৃন্দ যখন তাদের দাবির প্রতি সমর্থন জানান, জেলা প্রশাসক তাদের উপরও ক্ষিপ্ত হন।
এরপর, জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সদস্য ও ট্রেড ইউনিয়নের সেক্রেটারি তফাজ্জল হোসেনের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগে মামলা করার হুমকি দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এ অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। এই বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।