সকল খবর ভূমি বিষয়ক খবর

জমির খাজনা পরিশোধের সহজ টিপস !

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭১

প্রযুক্তির অগ্রগতির ফলে এখন জমির খাজনা পরিশোধের প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেছে। সময় এবং কষ্ট দুটোই সাশ্রয়ী হয়ে ওঠেছে অনলাইনে খাজনা দেওয়ার মাধ্যমে। তবে অনেকেই প্রথমবার অনলাইনে খাজনা দিতে গিয়ে কিছুটা বিভ্রান্ত হন। কোন কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন – এসব প্রশ্ন থাকে। এজন্য, এখানে জানানো হলো কী কী কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে অনলাইনে খাজনা পরিশোধ করা যাবে।

প্রথমবার অনলাইনে খাজনা দিতে প্রয়োজনীয় ডকুমেন্টস:

অনলাইনে জমির খাজনা দিতে গেলে নিচের কাগজপত্রগুলি প্রস্তুত রাখতে হবে:

  • সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি

  • পূর্ববর্তী দাখিলার কপি (যদি থাকে)

  • জাতীয় পরিচয়পত্রের কপি

  • জমির মৌজা, খতিয়ান নম্বর, হোল্ডিং নম্বর ও বিভাগ, জেলা, উপজেলা সংক্রান্ত তথ্য

গুরুত্বপূর্ণ নোট: যদি চার বছরের বেশি সময়ের বকেয়া থাকে এবং পূর্ববর্তী খাজনার রশিদ অনলাইনে না থাকে, তবে প্রথমবার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা পরিশোধ করা উত্তম।

ধাপে ধাপে অনলাইনে জমির খাজনা পরিশোধ পদ্ধতি:

ধাপ ১: ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন (https://ldtax.gov.bd)

ধাপ ২: নাগরিক নিবন্ধন করুন (মোবাইল নম্বর, জন্ম তারিখ, আইডি নম্বর দেয়ার পর ওটিপি কোড পাবেন)

ধাপ ৩: প্রোফাইল সেটিং করুন (প্রোফাইলের তথ্যগুলো পূর্ণ করুন)

ধাপ ৪: জমির খতিয়ান যুক্ত করুন

ধাপ ৫: হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূর্ণ করুন

ধাপ ৬: পেমেন্ট অপশন সিলেক্ট করুন

ধাপ ৭: ই-পেমেন্ট করুন

ধাপ ৮: খাজনা রশিদ ডাউনলোড করুন

খাজনা পরিশোধের নিয়মাবলি:

  • খতিয়ানে নাম থাকা যে কেউ খাজনা দিতে পারবেন।

  • যদি ওয়ারিশান হয়ে থাকে, তবে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।

  • যারা জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড নেই, তারা প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন। তবে প্রতিনিধিকে অবশ্যই ন্যায্য প্রমাণপত্র দেখাতে হবে।

এছাড়া, খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।