সকল খবর দেশের খবর

জুলাই অভ্যুত্থানের শহীদদের সন্তানদের জন্য কোটা !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ২-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৮

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা এবার কোটা সুবিধা পাবেন।

এ সংক্রান্ত একটি অফিস আদেশ ২০ ফেব্রুয়ারি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ওই আদেশ অনুযায়ী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা আগের মতো থাকবে, তবে নতুনভাবে এই কোটা আরও সম্প্রসারিত হয়েছে, যাতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ বা আহতদের পরিবারও অন্তর্ভুক্ত হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন আদেশে বলা হয়েছে যে, মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং মূল কপি ভর্তির সময় দেখাতে হবে। এই আদেশের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত কোটা পূর্ণ না হলে, মেধা তালিকা অনুসারে আসন পূর্ণ করতে হবে।

এছাড়া, কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল ও কলেজ অধ্যক্ষদের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

এই নতুন পদক্ষেপের মাধ্যমে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য সরকারের প্রতি বিশেষ সম্মান প্রদর্শিত হবে।