রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে মারধর করা হয়েছে। প্রথমে এক পুরুষ সেখানে স্লোগান দিলে উত্তেজিত ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে মারধর করে। পরিস্থিতি শান্ত হলে মানববর্ম তৈরি করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর এক নারী ‘জয় বাংলা’ স্লোগান দিলে তার ওপরও বিক্ষুব্ধ জনতা আক্রমণ করে। পরে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মারধরের শিকার ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে রিকশায় তুলে কলাবাগানের দিকে নিয়ে যাওয়া হয়। তবে তাকে তাড়া করে মারধরকারীরা। রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ এর দিকে যাওয়ার সময় তাদের পেছনে কিছু মানুষ দৌড়াতে দেখা যায়।
এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আবারও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভাঙচুর শুরু হয়। এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হলেও সাড়ে ১০টার দিকে তা বন্ধ করে দেয়া হয়। এরপর, কিছু মানুষ হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙচুর চালাতে দেখা যায়। তবে এ সময় এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না।
ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি অনুযায়ী গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টায় বাড়িটিতে আগুন দেয়া হয়। এর পর রাত সোয়া ১১টায় এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়।
এ পরিস্থিতি শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়া এবং ছাত্র-জনতা আন্দোলনের কর্মসূচির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।