সকল খবর দেশের খবর

কবি হেলাল হাফিজকে একুশে পদক

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৩

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের একুশে পদকের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একুশে পদক ২০২৫-এর জন্য চলচ্চিত্র, সংগীত, আলোকচিত্র, চিত্রকলা, সাংবাদিকতা, বিজ্ঞান, গবেষণা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন—চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানাকে (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসানসহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিরা এই সম্মানে ভূষিত হয়েছেন।

এছাড়া, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে তাদের অসামান্য ক্রীড়া কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য একুশে পদক দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, একুশে পদক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ১৯৭৬ সাল থেকে দেয়া হয়ে আসছে। এই পদকটি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দেওয়া হয় এবং দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক, ক্রীড়াবিদসহ বিভিন্ন ক্ষেত্রের অবদানের জন্য প্রদান করা হয়।

২০২৫ সালের একুশে পদকপ্রাপ্তদের অবদান দেশের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে এবং তাদের এই সম্মাননা দেশের সৃজনশীলতার প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতার প্রকাশ।