নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার মাসকা বাজার সংলগ্ন এই মাজারে 'তৌহিদি জনতা' ব্যানারে এক দল লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করে এবং মাজারের তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে ফেলে। এ সময় স্থানীয় ভক্তরা মাজারে এসে প্রতিবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এখানে ওরস অনুষ্ঠিত হয় এবং এবারের ৬৪তম বার্ষিক ওরস পালনের প্রস্তুতি চলছে। তবে পবিত্র রমজান মাস থাকায় এবারে শুধুমাত্র দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাজারের আশপাশে তোরণ নির্মাণসহ আলোকসজ্জা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই হামলা চলে আসে।
এ বিষয়ে মাজার কমিটির সভাপতি আলী উছমান জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ওরস পালন করে আসছি, তবে এবারে রমজান মাস থাকায় শুধুমাত্র দোয়া মাহফিলের আয়োজন ছিল। কিন্তু 'তৌহিদি জনতার' নামে কিছু লোক এসে মাজারে হামলা চালায়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘মাজারের ওরসের প্রস্তুতি চলছিল, তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। হামলার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’