সকল খবর সর্বশেষ খবর

কিডনি বিক্রির টাকা নিয়ে পালালেন স্ত্রী !

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮২


ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় ঘটেছে একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক গৃহবধূ স্বামীর কিডনি বিক্রির টাকায় পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ৩৯ বছর বয়সী পিন্টু বেজ নামে ওই যুবক তার স্ত্রী সুপর্ণ বেজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কলকাতা হাইকোর্টে।

জানা গেছে, ১৬ বছর আগে প্রেমের পর পিন্টু বেজের সঙ্গে বিয়ে হয় সুপর্ণের। তাদের একটি ১২ বছরের মেয়ে রয়েছে। তবে কিছুদিন ধরে সংসারে চরম অর্থকষ্ট চলছিল। স্ত্রীর অনুরোধে, প্রায় এক বছরের চেষ্টার পর পিন্টু তার কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। তিন মাস আগে ১০ লাখ রুপির বিনিময়ে নিজের কিডনি বিক্রি করেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ১৪ লাখ টাকা। স্বামী ভেবেছিলেন, এতে তার পরিবারে কিছুটা স্বস্তি আসবে এবং মেয়ের বিয়ের খরচ সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তার স্ত্রী সুপর্ণের পরিকল্পনা ছিল অন্য কিছু।

কিডনি বিক্রির টাকার পর, সুপর্ণ ফেসবুকে পরিচিত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং ১০ লাখ রুপি নিয়ে পালিয়ে যান। এই ঘটনার পর পিন্টু বেজ পুলিশে অভিযোগ করেন এবং স্ত্রীর whereabouts খুঁজে পান। পরে তিনি শ্বশুর-শাশুড়ি এবং ১০ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান, কিন্তু স্ত্রীর কোনো সাড়া মেলেনি। উল্টো, স্ত্রীর কাছ থেকে শোনেন যে, তিনি স্বেচ্ছায় ঘর ছাড়েছেন এবং তার প্রেমিকের সঙ্গে এখন স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করছেন।

এ ঘটনায় পিন্টু বেজ এখন শোচনীয় মানসিক ও আর্থিক অবস্থায় রয়েছেন। তদন্তকারীদের কাছে সুপর্ণ লিখিতভাবে জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছায় ঘর ছেড়েছেন এবং তার ওপর কোনো চাপ ছিল না। এ ঘটনার পর পিন্টু বেজ এখন মানসিকভাবে বিপর্যস্ত এবং তার মামলা আদালতে চলছে।