মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। আজ শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির পরিবারকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুটির বড় বোনের মানসিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য পুনর্বাসন কার্যক্রমের দায়িত্ব নেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শিশুটি তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ৬ মার্চ শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানেই গত ১৩ মার্চ শিশুটি মারা যায়।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশুটির পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন।