সকল খবর দেশের খবর

মিয়ানমারের আরাকান আর্মির হাতে কক্সবাজারের ৫৬ জেলে আটক !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ৬-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৬

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে ৫৬ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন। বুধবার (৫ মার্চ) দুপুরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ট্রলারসহ মিয়ানমারের দিকে নিয়ে যায় আরাকান আর্মি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের দক্ষিণাঞ্চলে মাছ ধরার সময় এসব জেলেদের ট্রলারসহ আটক করা হয়। টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ৫৬ জন জেলে বিভিন্ন ট্রলার থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেছেন, "ছয়টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোস্টগার্ড এবং বিজিবির সঙ্গে কথা বলেছি। আমরা জেলেগুলোর নিরাপদ ফেরত নিশ্চিত করতে কাজ করছি।"

ট্রলার মালিক সমিতি জানায়, ছয়টি ট্রলারের মধ্যে দুটি মোহাম্মদ শফিকের, একটি বশির আহমদ, একটি মোহাম্মদ আমিন, একটি নুরুল আমিন এবং একটি আবদুর রহিমের। শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন ট্রলারসহ ছয়টি ট্রলার আটক করা হয়েছে। এসব ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিল।

এ ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং দ্রুত জেলেদের উদ্ধার করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।