মন্ত্রী টিউলিপ এর পদত্যাগ !
- আপলোড তারিখঃ 14-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 1000011 জন
মন্ত্রী টিউলিপ এর পদত্যাগ !
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠার পর তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সম্প্রতি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাস করার অভিযোগ ওঠে। এছাড়াও, বেশ কয়েকটি রিপোর্টে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
টিউলিপ সিদ্দিক নিজেই এই অভিযোগগুলো তদন্ত করার আহ্বান জানিয়ে ব্রিটিশ সরকারের উপদেষ্টা লওরি ম্যাগনাসকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি দাবি করেন, তার কোনো আচরণবিধি ভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত করা হোক।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর ফলে, টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বের ভবিষ্যত এখন সংশয়ের মুখে।