সকল খবর দেশের খবর

মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২০

রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, "প্রিয় দর্শনার্থীগণ, আজ সকাল ৯টা নাগাদ শর্ট সার্কিটের কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। যার কারণে নিয়মিত কার্যক্রমে সামান্য বিলম্ব হয়। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাদুঘরের সব কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।"

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।"

এই ঘটনায় জাদুঘরের নিয়মিত কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে জাদুঘরের মূল সংগ্রহ বা প্রদর্শনীতে কোনো ক্ষতি হয়নি। তবে জেনারেটর কক্ষের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। এই ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে।