সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ কোতোয়ালী থানায় অভিযানে ১৩ গ্রেফতার !

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৩

অনিন্দ্যবাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে। এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত আসামীদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার দুই আসামী মোঃ আশিক মিয়া (২৪) ও মোঃ ফারুক ইসলাম (৩০) কে গ্রেফতার করেন। তারা কোতোয়ালী থানার রঘুরামপুর মাঝিপাড়া এলাকা থেকে আটক হন।

এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলাম ফেরদৌস জিলু (৬৬) কে গ্রেফতার করেন। তিনি কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠ এলাকা থেকে ধরা পড়েন।

অপরদিকে, এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার দুই আসামী মোঃ শরিফুল ইসলাম (৩৫) এবং মিলন মিয়া (২৫) কে কোতোয়ালী মডেল থানার বাঘমারা এলাকা থেকে গ্রেফতার করেন।

এসআই আঃ হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম (৬১) কে গ্রেফতার করেন। তিনি কেসি রায় রোড এলাকা থেকে আটক হন।

এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ আরো দুটি অপরাধ মামলার আসামী নাইমুর হাসান কাজল (৩৩) এবং আশিক মিয়া (২১) কে গ্রেফতার করেন। তারা শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে ধরা পড়েন।

এএসআই মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আরো একজন আসামী রিফাত আহম্মেদ ইমন (২৪) কে গ্রেফতার করেন। তিনি কোতোয়ালী মডেল থানাধীন আরকে মিশন রোড এলাকা থেকে ধরা পড়েন।

এছাড়া, এসআই মোজাম্মেল হোসেন, মাহবুব আলম ফকির এবং এএসআই মাহমুদুল হাসান জামান পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ জন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন। তাদের মধ্যে আফরিন আক্তার শিমু, সুমনা, রুনা আক্তার এবং সাথী রানী নামের অপরাধী রয়েছেন। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল।

গ্রেফতারকৃত আসামীদের সকলকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।