সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আফরোজা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর মাত্র এক ঘণ্টা আগে, রাত তিনটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়া আফরোজা খাতুনের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তাঁর ভাই আতাউর রহমান বলেন, “ভগ্নিপতির মৃত্যুর পর আমার বোন মায়ের সঙ্গে আমাদের বাড়িতে থাকতেন। পাঁচ দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। গতকাল তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্লাটিলেট নেমে গিয়েছিল ২৪ হাজারে। সকালে লাশ বাড়িতে নিয়ে গিয়েছি।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. এমদাদ উল্লাহ খান বলেন, “আজ মৃত রোগীর ব্যাকপেইন ছিল, শরীরে রক্তক্ষরণ হচ্ছিল এবং প্লাটিলেট মারাত্মকভাবে কমে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। রোগীরা শেষ পর্যায়ে এসে ভর্তি হয়, এতে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত ৪১১ জন রোগী সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

চিকিৎসক এমদাদ আরও জানান, “ভর্তিকৃতদের ৮০ শতাংশই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে এসেছেন। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তবে শুরুতেই চিকিৎসা শুরু হলে অনেক জটিলতা এড়ানো সম্ভব হতো।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশি। চিকিৎসকরা লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।