সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯৪

ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান শুরু করেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুদকের একটি প্রতিনিধিদল সিটি করপোরেশনের বিভিন্ন অফিসে অভিযান পরিচালনা শুরু করে।

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের সি কে ঘোষ রোড এলাকার একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের কাজের বাস্তব অগ্রগতি যতোটা হয়েছে, তার চেয়ে অনেক বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে তদন্তে নেমে অভিযানের নির্দেশ দেওয়া হয়।

দুদকের ময়মনসিংহের সহকারী পরিচালক বুলু মিয়া জানান, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমেছেন তারা। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় নাগরিক সুবিধা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৭ ডিসেম্বর সরকার ১ হাজার ৫৭৫ কোটি টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, তবে পরবর্তীতে এক বছরের জন্য সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

দুদকের অভিযান চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা।