সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে কৃষকদলের প্রস্তুতি সভার আয়োজন

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬২

অনিন্দ্যবাংলা ডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী কৃষকদল ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য সর্বদলীয় কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মো. নাজিম উদ্দিন খান নাজিম।

এ সময় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান, ভালুকা উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমাউন কবির বুলবুল, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক খান, সদস্য সচিব মেজবা উদ্দিন মাসুদ, এবং উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম আকন্দ।

সভায় কৃষক সমাবেশকে সফল ও সার্বিকভাবে সফল করতে সদস্যদের মধ্যে ব্যাপক প্রস্তুতির আহ্বান জানানো হয়। সকল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং নেতৃবৃন্দ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।