সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান: মাদকসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১২-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭২

অনিন্দ্যবাংলা ডেক্স: 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

১১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ, ফুলবাড়ীয়া থানার বেতবাড়ী এলাকার মোরশেদ আলী (৩৭) ও মোঃ আঃ জলিল (৫৫) কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

অন্যদিকে, কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক হোসেন (২৯) ও মোঃ শামছুল হুদা (৫০) গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।