সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী গ্রেফতার !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৮

ময়মনসিংহের গৌরীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুরের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত দুই নারীর নাম মোছাঃ হামিদা বেগম ও রাবিয়া খাতুন। হামিদা বেগমের স্বামী মৃত হারেজ মিয়া এবং রাবিয়া খাতুনের স্বামী মোঃ আম্বর আলী। গ্রেফতারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।