খোলাবাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় লটারি শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত লটারি অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক এবং ডিলার পদে আবেদনকারীরা উপস্থিত ছিলেন। সভা শুরুর পরপরই বিএনপিসহ বিরোধী দলের নেতারা অভিযোগ তোলেন, চূড়ান্ত তালিকায় ক্ষমতাসীন দলের সমর্থকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তাদের দাবি, প্রকৃত দরিদ্র ও নিরপেক্ষ আবেদনকারীদের উপেক্ষা করে আওয়ামী লীগপন্থীদের নাম প্রাধান্য পেয়েছে। এসব অভিযোগ তুলে বিরোধী নেতারা অনুষ্ঠান বর্জন করলে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে লটারি স্থগিতের ঘোষণা দেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেন, “ওএমএস ডিলার নিয়োগ একটি স্পর্শকাতর এবং জনসেবামূলক প্রক্রিয়া। স্বজনপ্রীতির অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত না হলে এই প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা হারাবে। তাই আপাতত কার্যক্রম স্থগিত করা হলো।”
তিনি আরও জানান, “সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ করে পরবর্তী লটারি অনুষ্ঠিত হবে। বিষয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”
সরকার ওএমএস ডিলারদের মাধ্যমে নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করে থাকে, যাতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফলে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনসাধারণের মধ্যে বরাবরই ব্যাপক আগ্রহ ও সংবেদনশীলতা দেখা যায়।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে যথাযথ তদন্ত ও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।