সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে অভিযান: চুরি ও মাদক মামলার ৫ আসামী গ্রেফতার!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৪

ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও মাদক মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার, সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী, ভাসমান (ফয়সালের বাসায় ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী। ২. মোঃ শাকিরুল ইসলাম (২০), পিতা-ফারুক মিস্ত্রি, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-আকুয়া গরুর খোয়ার, চুকাইতলা, ভাসমান (সাইফুলের বাসায় ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী। ৩. মাহফুজ আহম্মেদ (২১), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-নাজমা খাতুন, সাং-কালী বাজাইল (আকন্দবাড়ী, দেওখোলা ৫নং ইউপি), থানা-ফুলবাড়ীয়া। ৪. মুরাদ হাসান (২০), পিতা-এরশাদ মিয়া, মাতা-সাবিনা বেগম, সাং-১০নং কেওড়াজানী চান্দের বাজার (জামান মেম্বারের বাড়ীর পাশে), থানা-মুক্তাগাছা।

এছাড়াও, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃত ইসমাইল মীর, মাতা-হালিমা, সাং-রঘুরামপুর, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ কে গ্রেফতার করেন। আসামীর কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামীদের থানায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।