নেত্রকোনায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মোঃ আমিনুল ইসলাম
- আপলোড তারিখঃ 09-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 10000126 জন
নেত্রকোনায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মোঃ আমিনুল ইসলাম
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ২০২৪ সালের ডিসেম্বর মাসে, বৃহস্পতিবার বিকাল ৩টায় পুলিশ লাইন্স, নেত্রকোনার ড্রিল সেটে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম সভায় সভাপতিত্ব করেন। এসআই মোঃ আমিনুল ইসলামকে তার ভালো কাজের জন্য ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।
এ প্রসঙ্গে এসআই আমিনুল ইসলাম তার অনুভূতি জানিয়ে বলেন, “এ পুরস্কার শুধুমাত্র আমার একার নয়; এটি নেত্রকোনা মডেল থানার সকল পুলিশ সদস্যের সম্মান এবং পরিশ্রমের ফলস্বরূপ।”
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহেব আলী পাঠানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।