সকল খবর দেশের খবর

নিরাপত্তার দাবিতে মিটফোর্ডে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৭

রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এ ঘোষণা দেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা মিটফোর্ড হাসপাতাল চত্বরে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করা, হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল করার দাবি জানান।

শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে রয়েছে গত বুধবার ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ওইদিন কলেজের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে খুন হন ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার প্রতিবাদে গত ক’দিন ধরেই মিটফোর্ডসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতজনে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তে অগ্রগতি হচ্ছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।